Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুলাই ২০১৫

মেডিকেল ইন্সট্রুমেন্টেশন ডিভিশন

 

ফোনঃ ৮৮-০২-৭৭০১২৪২, ফ্যাক্স- ৮৮-০২-৭৭০১৩৩৭
ইমেইল :
mid@aere.org.bd

 


উদ্দেশ্য

সংশ্লিষ্ট এ্যানালগ এবং ডিজিটাল বর্তনীসহ মেডিক্যাল যন্ত্রপাতির ডিজাইন ও উন্নয়ন করা হচ্ছে এই বিভাগের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

 

কার্যক্রম:

) প্রকল্প সমুহ

  • ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটার ডিজাইন এবং উন্নয়ন।
  • নিউক্লিয়ার পাল্‌স জেনারেটর ডিজাইন এবং উন্নয়ন।
  • গবেষণাগার ওভেন এর তাপমাত্রা নিয়ন্ত্রক ডিজাইন এবং উন্নয়ন।
  • মাইক্রোপ্রোসেসর ভিত্তিক থার্মোমিটার তথা তাপমাত্রা রেকর্ডার ডিজাইন এবং উন্নয়ন।
  • মাইক্রোপ্রোসেসর ভিত্তিক ইলেক্ট্রোনিক ভোটিং সিসটেম ডিজাইন এবং উন্নয়ন।
  • অর্ধপরিবাহী এবং ইলেক্ট্রোনিক ডিভাইসের উপর বিকিরণের প্রভাব।
  • মেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন বিভাগের গবেষণাগার-এর সুযোগসুবিধার উন্নয়ন।
  • দুই প্রোব বিশিষ্ট রেনোগ্রাম ডিজাইন এবং উন্নয়ন।

 

) সেবা প্রদান

  • এই বিভাগে ডিজাইন ও উন্নয়ন করা যন্ত্রপাতিগুলির মেরামত ও রক্ষণাবেক্ষণ করা।
  • সফ্‌টওয়ার ইনস্টলেশন, সিস্টেম সফ্‌টওয়ার-এর ত্রুটি নির্ণয়, কম্পিউটার আপগ্রেড করা এবং কম্পিউটার এ্যাসেম্বিলিং করা।

 

) অন্যান্য

 

(১) থিসিস সুপারভিশন

  • থার্মোমিটার তথা তাপমাত্রা রেকর্ডার ডিজাইন এবং উন্নয়ন”- এম.এস-সি ছাত্র, জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়।
  • পিসি ভিত্তিক ফ্রিকুয়েন্সিমিটার ডিজাইন এবং উন্নয়ন”- এম.এস-সি ছাত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
  • মাইক্রোপ্রোসেসর ভিত্তিক ইলেক্ট্রোনিক ভোটিং সিস্টেম ডিজাইন এবং উন্নয়ন”- এম.এস-সি ছাত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

 

(২) প্রশিক্ষণ

  • বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আগত ছাত্র/ছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট প্রশিক্ষণ প্রদান।
  • আই.ইউ.টি গাজীপুর, বাংলাদেশ থেকে আগত বি.এস-সি ইঞ্জিনিয়ারিং-এর ৪র্থ বর্ষের ছাত্রদের ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট প্রশিক্ষণ প্রদান।

 

সুযোগ-সুবিধা সমূহ

৬৬০ বর্গফুট আয়তন বিশিষ্ট একটি গবেষণাগার যা কম্পিউটার, অসিলোস্কপ, পাওয়ার সাপ্লাই, ফাংশন জেনারেটর, জেড-৮০ ট্রেইনার কিট, ইপ্রোমস ইরেজার, ইপ্রোম প্রোগ্রামার, পাল্‌স জেনারেটর, ইউনিভার্সাল কাউন্টার, ডিজিটাল মাল্টিমিটার ইত্যাদি দ্বারা সজ্জিত।

 

প্রেক্ষিত পরিকল্পনা

 

স্বল্প মেয়াদী (২০০৭ - ২০১০)

  • ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটার ডিজাইন এবং উন্নয়ন।
  • নিউক্লিয়ার পাল্‌স জেনারেটর ডিজাইন এবং উন্নয়ন।
  • গবেষণাগার ওভেন এর তাপমাত্রা নিয়ন্ত্রক ডিজাইন এবং উন্নয়ন।
  • মাইক্রোপ্রোসেসর ভিত্তিক থার্মোমিটার তথা তাপমাত্রা রেকর্ডার ডিজাইন এবং উন্নয়ন।
  • মাইক্রোপ্রোসেসর ভিত্তিক ইলেক্ট্রোনিক ভোটিং সিসটেম ডিজাইন এবং উন্নয়ন।
  • অর্ধপরিবাহী এবং ইলেক্ট্রোনিক ডিভাইসের উপর বিকিরণের প্রভাব।
  • মেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন বিভাগের গবেষণাগার-এর সুযোগসুবিধার উন্নয়ন।
  • দুই প্রোব বিশিষ্ট রেনোগ্রাম ডিজাইন এবং উন্নয়ন।

 

মধ্য মেয়াদী (২০০৭ - ২০১৫)

  • অর্ধপরিবাহী এবং ইলেক্ট্রোনিক ডিভাইসের উপর বিকিরণের প্রভাব।
  • দুই প্রোব বিশিষ্ট রেনোগ্রাম ডিজাইন ও উন্নয়ন।
  • নিউক্লিয়ার পাল্‌স জেনারেটর ডিজাইন ও উন্নয়ন।
  • ইলেক্ট্রোনিক ষ্টেথোস্কোপ ডিজাইন ও উন্নয়ন।
  • প্রোগ্রামএ্যাবল পাওয়ার সাপ্লাই ডিজাইন ও উন্নয়ন।
  • সিঙ্গেল বোর্ড মাইক্রোকম্পিউটার ডিজাইন ও উন্নয়ন।
  • ডিজিটাল রক্তচাপ মিটার ডিজাইন ও উন্নয়ন।
  • ইলেক্ট্রোকার্ডিওগ্রাম যন্ত্র ডিজাইন ও উন্নয়ন।
  • মাইক্রোপ্রসেসর ভিত্তিক ডিজিটাল আই.সি. টেস্টার ডিজাইন ও উন্নয়ন।
  • মাইক্রোপ্রসেসর ভিত্তিক ইপ্রোম প্রোগ্রামার ডিজাইন ও উন্নয়ন।
  • মাইক্রোপ্রসেসর ভিত্তিক পাওয়ার রেকর্ডার ডিজাইন ও উন্নয়ন।
  • পিসি-ভিত্তিক থাইরয়েড-আপ-টেক সিস্টেম ডিজাইন ও উন্নয়ন।
  • ডাইনামিক র‌্যান্ডম এ্যাকসেস মেমরী চিপ ব্যবহার করে পিসি-ভিত্তিক ডোসিমিটার ডিজাইন ও উন্নয়ন।
  • ডোজ ক্যালিব্রেটর ডিজাইন ও উন্নয়ন।

 

দীর্ঘ মেয়াদী (২০০৭ - ২০২০)

  • মেডিক্যাল ইনস্ট্রুমেনটেশন বিভাগের গবেষণাগার-এর সুযোগ সুবিধার উন্নয়ন।
  • রোগী মনিটরিং সিস্টেম ডিজাইন ও উন্নয়ন।
  • ডিজিটাল ট্রেইনার বোর্ড ডিজাইন ও উন্নয়ন।
  • মাইক্রোপ্রসেসর ভিত্তিক পাওয়ার রেকর্ডার ডিজাইন ও উন্নয়ন।
  • ডোজ ক্যালিব্রেটর ডিজাইন ও উন্নয়ন।

 

অর্জনসমূহ

নীচের কাজগুলি সম্পন্ন করা হয়েছে-

  • সিঙ্গেল বোর্ড মাইক্রোকম্পিউটার ডিজাইন ও উন্নয়ন।
  • প্রোগ্রামএ্যাবল পাওয়ার সাপ্লাই ডিজাইন ও উন্নয়ন।
  • ডিজিটাল আই.সি. টেস্টার ডিজাইন ও উন্নয়ন।
  • থাইরয়েড আপটেক সিস্টেম ডিজাইন ও উন্নয়ন।
  • জেনারেল পারপাস গামা ক্যামেরা ইন্টারফেস কার্ড ডিজাইন ও উন্নয়ন।
  • আই.এফ.আর.বি.-এর ওভেন এর জন্য তাপমাত্রা নিয়ন্ত্রক ডিজাইন ও উন্নয়ন।
  • ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটার ডিজাইন ও উন্নয়ন।
  • থার্মোমিটার তথা তাপমাত্রা রেকর্ডার ডিজাইন ও উন্নয়ন।
  • ইলেক্ট্রোনিক ভোটিং সিস্টেম ডিজাইন ও উন্নয়ন।
  • নিউক্লিয়ার পাল্‌স জেনারেটর ডিজাইন ও উন্নয়ন।

 

অন্যান্য প্রাসংগিক তথ্যাবলী

) লেকচার

১) "রেনোগ্রাফিক সিস্টেম”- সেমিনার হল, ইনস্টিটিউট অব ইলেক্ট্রোনিক্স, এইআরই, সাভার, ঢাকা, বক্তা - হিমাংশু কুমার ঘোষ, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা।

২) পিসি বেজ্‌ড থাইরয়েড আপটেক সিস্টেম”- সেমিনার হল, ইনস্টিটিউট অব ইলেক্ট্রোনিক্স, এইআরই, সাভার, ঢাকা, বক্তা - ইয়াসমীন মাওলা, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা।

৩) ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব গামা ক্যামেরা ইন্টারফেস কার্ড”- সেমিনার হল, ইনস্টিটিউট অব ইলেক্ট্রোনিক্স এইআরই, সাভার, ঢাকা,  বক্তা - ইয়াসমীন মাওলা, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা।

 

() কোর্স কো-অর্ডিনেটর

হিমাংশু কুমার ঘোষ, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে ২০০৮ সালে অত্র ইনস্টিটিউটের কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব প্রদান করা হয়। এই কোর্সের অধীনে আই.ইউ.টি, গাজীপুর, বাংলাদেশ থেকে আগত ৭৯ জন ছাত্র এবং বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আগত ৫৬ জন ছাত্র/ছাত্রীকে আলাদা আলাদা ভাবে ইন্ডাষ্ট্রিয়াল এ্যাটাচমেন্ট ট্রেনিং প্রদান করা হয়।

 

কৃতিত্বপূর্ণ কাজ এর চিত্র :

                           চিত্র-১ নিউক্লিয়ার পাল্‌স জেনারেটর

 

প্রকাশনার তালিকা (গত পাঁচ বছরের)

ক্রমিক নং

নাম

লেখকগণের নাম

জার্নালের নাম

১।

মেইনটেনেন্স অব নিউক্লিয়ার মেডিসিন ইনস্ট্রুমেন্ট।

এইচ.কে. ঘোষ, এম.এ. ইসলাম এবং এ. নূর

বাংলাদেশ মেডিক্যাল পদার্থ বিজ্ঞান সংঘ এর বার্ষিক কনফারেন্স ০৯-১১ wW‡m¤^i ২০০৪ ইং

২।

অন দি কোয়ালিটি এ্যানালাইসিস অব ম্যাক্সি-২ লার্জ ফিল্ড অব ভিউ গামা ক্যামেরা।

এইচ.কে. ঘোষ এবং ড. আমাতূন নূর

জাহাঙ্গীরনগর ফিজিক্স স্টাডিজ, ভলু-১১, ২০০৫, পিপি. ৮৩-৮৮।

৩।

ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটার।

এইচ.কে. ঘোষ , মোঃ রশিদুল হক এবং ইয়াসমীন মাওলা

বাংলাদেশ ইলেক্ট্রোনিক্স সোসাইটির জার্নাল, ভলু-৬, নং -১, ২০০৬, পিপি.

৪।

ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব পিসি বেসড ফ্রিকুয়েন্সি মিটার

এইচ.কে. ঘোষ, মাহিদুল ইসলাম এবং এম.এ.মান্নান চৌধুরী

ইলেক্ট্রোনিক্স ইনফরমেশন ও টেলিকমিউনিকেশন এর জাতীয় কনফারেন্সের প্রসিডিং, ২৯ -৩০ জুন ২০০৭, পি. ১৫৬।

৫।

ইন্টারফেসিং অব অ্যাডাম-৪০৮০ডি কাউন্টার/ফ্রিকুয়েন্সি মডিউল উইথ কম্পিউটার।

এইচ.কে. ঘোষ  এবং মোঃ রশিদুল হক

ইলেক্ট্রোনিক্স ইনফরমেশন ও টেলিকমিউনিকেশন এর জাতীয় কনফারেন্সের প্রসিডিং, ২৯ -৩০ জুন ২০০৭, পি. ১৫৬।

৬।

স্টাডি অব সিঙ্গেল ইভেন্ট ইফেক্ট (এস.ই.ই.) ইন সেমিকন্ডাক্টর সার্কিটস।

এইচ.কে. ঘোষ এবং মোঃ হানিফ আলী।

ইলেক্ট্রোনিক্স ইনফরমেশন ও টেলিকমিউনিকেশন এর জাতীয় কনফারেন্সের প্রসিডিং, ২৯ -৩০ জুন ২০০৭, পি. ১৮৬।

৭।

আপগ্রেডেশন অব নিউক্লিয়ার মেডিক্যাল ইকুইপমেন্ট ইন দি ডেভেলপিং কান্ট্রিস এ্যান্ড ইট্‌স ইমপ্যাক্ট ইন বাংলাদেশ

এস.এম. জাহাঙ্গীর, ওয়াই. ঝি, মোঃ রোকন উদ্দীন, মোঃ আবু সাঈদ হক, মাহবুবুল হক, ইয়াসমীন মাওলা, মোঃ জাহাঙ্গীর আলম, এবং তাসনিম মরিয়ম।

দ্যা আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স আইসি/আইআর ২০০২/৩০।

৮।

ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব পিসি বেজড রেনোগ্রাফিক সিস্টেম

এইচ.কে. ঘোষ, এ.এস.এম. ফিরোজ, ইয়াসমীন মাওলা, মোঃ মুশফিকুর রহমান এবং মোঃ রশিদুল হক।

এইআরই টেকনিক্যাল রিপোর্ট - ২০০৪

৯।

ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব ট্যাম্পারেচার কন্ট্রোলার ফর দি ওভেন অব আইএফআরবি।

মোঃ মোর্শেদ হোসেন, মোঃ মুশফিকুর রহমান এবং শাহানা সুলতানা।

এইআরই টেকনিক্যাল রিপোর্ট - ২০০৪

১০।

ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব এ পাওয়ার রেকর্ডার

ইয়াসমীন মাওলা

এইআরই টেকনিক্যাল রিপোর্ট - ২০০৪

১১।

ইন্টারফেসিং অব অ্যাডাম-৪০৮০ডি কাউন্টার/ফ্রিকুয়েন্সি মডিউল উইথ কম্পিউটার।

এইচ.কে. ঘোষ, এম. হাসান, ইয়াসমীন মাওলা এবং মোঃ রশিদুল হক।

এইআরই টেকনিক্যাল রিপোর্ট - ২০০৫

১২।

স্টাডি অব রেডিয়েশন ইফেক্ট অন সেমিকন্ডাক্টর এ্যান্ড ইলেক্ট্রোনিক ডিভাইসেস।

এইচ.কে. ঘোষ এবং প্রফেসর মোঃ হানিফ আলী।

এইআরই টেকনিক্যাল রিপোর্ট - ২০০৬

১৩।

ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব এ ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটার।

এইচ.কে. ঘোষ, আর. হক এবং ওয়াই. মাওলা।

এইআরই টেকনিক্যাল রিপোর্ট-২০০৬